তালহার খুনি সন্দেহে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহা হত্যায় জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার হয়েছে, যাদের পেশাদার ছিনতাইকারী বলছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 08:08 AM
Updated : 18 Oct 2017, 08:25 AM

এরা হলেন- আবদুর রহমান ওরফে মিলন (২০) ও বেলাল হোসেন ওরফে সবুজ (১৯)।

মঙ্গলবার রাতে কাপ্তান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওয়ারী বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. নুরুল আমিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের কাছে তালহার মানিব্যাগ ও মোবাইলের সঙ্গে একটি চাকুও যাওয়া গেছে।”

গত ৮ অক্টোবর সকালে টিকাটুলীর কেএমদাস লেনের বাসা থেকে বের হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র খন্দকার আবু তালহা (২২)।

বাসা থেকে হেঁটে একশ গজ যাওয়ার পর কয়েকজন তার গতিরোধ করে; তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তালহাকে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।

এঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তা নুরুল।