রোহিঙ্গা গ্রামের ধ্বংসচিত্র ড্রোন ভিডিওতে

মিয়ানমার সরকার সেনা অভিযান বন্ধ হয়েছে বলে দাবি করলেও রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে জ্বালাও-পোড়াও থামেনি। বাংলাদেশ সীমান্তের ওপারে পোড়া রোহিঙ্গা গ্রামের এই ড্রোন ভিডিও প্রকাশ করেছে ইউনিসেফ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 03:21 AM
Updated : 18 Oct 2017, 03:33 AM

ক্ষুধার্ত, নিঃস্ব, আতঙ্কিত হাজার হাজার রোহিঙ্গা এখনও আসছ বাংলাদেশ। সোমবার ইউএনএইচসিআরের ড্রোন ভিডিওতে উঠে এসেছে সেই চিত্র।

কক্সবাজারের বিস্তীর্ণ এলাকায় পাহাড়জুড়ে গড়ে ওঠা রোহিঙ্গা শরণার্থীদের বাঁশ আর পলিথিনের বস্তি দেখা যাচ্ছে নিচের ভিডিওতে। ড্রোনের মাধ্যমে ধারণ করা টেংখালি শরণার্থী শিবিরের এই ভিডিও গত ২১ সেপ্টেম্বর প্রকাশ করে রয়টার্স।