বিচারপতি সিনহার স্ত্রীও গেলেন অস্ট্রেলিয়া

প্রধান বিচারপতি এস কে সিনহা যাওয়ার চার দিনের মাথায় তার স্ত্রী সুষমা সিনহাও অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন।   

গোলাম মুজতবা ধ্রুব নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 06:42 PM
Updated : 17 Oct 2017, 07:23 PM

মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে প্রধান বিচারপতির প্রটোকল কর্মকর্তা আবদুল ওয়ারেস জানিয়েছেন।

ষোড়শ সংশোধনীর রায় বাতিল নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা বিচারপতি সিনহা ৩৯ দিনের ছুটি নিয়ে গত শুক্রবার অস্ট্রেলিয়া যান।

ওই দিন সুষমা সিনহাও তার সঙ্গে যাবেন বলে শোনা গেলেও তিনি যাননি।

এক মাসের অবকাশের পর গত ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খুললে প্রধান বিচারপতি সিনহার এক মাসের ছুটি নেওয়ার খবর জানান অ্যাটর্নি জেনারেল।

এরপর নানামুখী আলোচনার মধ্যে বিচারপতি সিনহা ও তার স্ত্রীর তিন বছরের অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার কথা জানান আদালতের একজন কর্মকর্তা।

সে সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, প্রধান বিচারপতি ও তার স্ত্রী ‘শিগগিরই’ অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে বসবাসরত মেয়ে সূচনা সিনহার বাসায় উঠবেন তারা।   

এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞ্চাকে প্রধান বিচারপতির কার্যভার দেওয়া হয়েছে।

বিচারপতি সিনহার দেশে ফিরে আবার প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুষমা সিনহা দুটি লাগেজে তার জিনিসপত্র নিয়ে গেছেন বলে আব্দুল ওয়ারেস জানিয়েছেন।