শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ অর্জনে কাজ করবে স্কুল-কলেজ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দেশপ্রেমের পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনে তাদের অনুশীলনের জন্য স্কুল-কলেজ প্রধানদের জন্য ১০টি করণীয় ঠিক করে দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 05:51 PM
Updated : 17 Oct 2017, 08:00 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মঙ্গলবার এক অফিস আদেশে এসব করণীয় নির্ধারণ করে তা বাস্তবায়নে মাউশি ও এর আঞ্চলিক কার্যালয়ের সব পরিচালক ও উপপরিচালাক, সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান এবং জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের করণীয়

>> বছরের শুরুতেই শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প শোনানো।

>> প্রতিষ্ঠানের লাইব্রেরিতে শিক্ষার্থীদের নাগালের মধ্যে খোলা আলমারিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১৫ খণ্ড উন্মুক্ত রাখতে হবে।

>> শিক্ষার্থীরা অ্যাসেম্বলিতে দুটি নৈতিক বাক্য পাঠ করবে।

>> দেয়ালে নৈতিক বাক্য লেখা থাকবে।

>> শিক্ষকরা শ্রেণিকক্ষে দুটি নৈতিক বাক্য ব্যাখ্যা করবেন, যাতে শিক্ষার্থীরা তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।

>> মাল্টিমিডিয়া ব্যবহার করে শ্রেণি শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

>> ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতেই পরিচালনা করতে হবে।

>> ইন-হাউজ-ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

>> শিক্ষাঙ্গনকে সবুজায়ন করতে হবে।

>> জাতীয় শুদ্ধাচার কৌশল অনুশীলন করতে হবে।

এসব বিষয় স্কুল-কলেজের প্রধানদের বাস্তবায়ন করতে বলা হয়েছে। আর শিক্ষা কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় এসব তদারকি করবেন।