শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগের নানা কর্মসূচি

নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন পালন করবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 02:26 PM
Updated : 17 Oct 2017, 02:26 PM

১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বর্তমান বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাবা-মাসহ পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে ঘাতকরা হত্যা করে শিশু রাসেলকেও। সে সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত ১১ বছরের রাসেল।

জন্মদিনে বুধবার সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ অগাস্ট নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।

পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিনের  কর্মসূচি যথাযথভাবে পালন করতে নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়েছেন।