মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশের পরও ১৩ মুক্তিযোদ্ধাকে নিয়মিতভাবে ভাতাসহ অন্যান্য সুবিধা না দেওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 12:59 PM
Updated : 17 Oct 2017, 12:59 PM

রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারি অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

সচিব ছাড়া অপর যে চারজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও পরিচালক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) ও যুগ্ম সচিব (অর্থ)।

পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজশাহীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চাপাইনবাবগঞ্জের মোশারফ হোসাইন, নওগাঁ’র সরোয়ার হোসেনসহ ১৩ মুক্তিযোদ্ধার করা আবেদনে হাই কোর্ট গত ২১ মার্চ এক আদেশে তাদের ভাতা ও অন্যান্য সুবিধা নিয়মিতভাবে পরিশোধ করতে আদেশ দিয়েছিল।