শওকত ওসমানের ৩৬টি নিদর্শন জাতীয় জাদুঘরে

কথাশিল্পী শওকত ওসমানের পাণ্ডুলিপি, ব্যবহৃত পোশাক, চিঠিপত্র, পুরস্কারসহ ৩৬টি স্মৃতি নিদর্শন জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 12:32 PM
Updated : 17 Oct 2017, 12:32 PM

মঙ্গলবার বিকালে জাতীয় জাদুঘরের সভাকক্ষে এক আয়োজনে শওকত ওসমানের ছেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান স্মৃতিস্মারকগুলো হস্তান্তর করেন।

জাদুঘরের পক্ষে স্মৃতিস্মারকগুলো গ্রহণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় উপস্থিত ছিলেন শওকত ওসমানের আরেক ছেলে জাঁ-নেসার ওসমান।

স্মৃতিস্মারকগুলোর মধ্যে রয়েছে একটি পাণ্ডুলিপি, নয়টি বই, দুইটি ব্লেজার, দুইটি কটি, নাইট ড্রেস, ওভারকোট, পায়জামা, পাঞ্জাবি,একটি পদক, চশমা, ছয়টি চিঠি, তিনটি পোস্টকার্ড, ফিলিপস পুরস্কারের সনদ, হাসপাতালে ভর্তির মানি রসিদ ও ফতুয়া।

পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “শওকত ওসমানের কথাসাহিত্যে দেশ-মাটির কথা উঠে এসেছে। বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম।”

স্মৃতি স্মারকগুলো নতুন প্রজন্মের কাছে শওকত ওসমানকে আরো বেশি উজ্জ্বল করে তুলবে বলে মনে করেন তিনি।

বিজ্ঞান  ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “শওকত ওসমানকে যতটা পেয়েছি বাবা হিসেবে তার চেয়ে বেশি পেয়েছি বন্ধু হিসেবে। তিনি ছিলেন একজন ভিন্ন আঙ্গিকের ও ভিন্ন প্রকৃতির মানুষ।

“তাছাড়া তিনি ছিলেন সৌখিন মানুষ। তার মধ্যে ছিল প্রচণ্ড রসবোধ ও জীবনবোধ। এজন্যেই তার স্মৃতিনিদর্শনসমূহ সংগ্রহে রাখা জরুরি। নতুন প্রজন্ম এ নিদর্শনসমূহ দেখে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।”