ঢাকায় জঙ্গি সন্দেহে যুবক গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও থেকে জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 06:11 PM
Updated : 16 Oct 2017, 06:11 PM

হুন্ডাগলি থেকে রোববার রাতে রিয়াসাত এলাহী চৌধুরী ওরফে আবু হুরায়রা (২৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আবু হুরায়রা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে র‌্যাবের র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

এতে  হয়, “আবু হুরায়রা জেএমবি’র সারোয়ার তামিম গ্রুপের একজন সক্রিয় সদস্য।”

গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার একই দলের ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে জিজ্ঞাসাবাদে পাওয়ার তথ্যের ভিত্তিতে হুরায়রাকেতার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।

হুরায়রা ২০১৫ সালে রাশেদ নামে এক যুবকের মাধ্যমে আবু জিব্রিলের সঙ্গে পরিচিত হয়ে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন বলে র‌্যাবের দাবি।

হুরায়রাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের হেফাজতে আনা হয়েছে বলে জানান তিনি।