মিরপুরে গাড়ি পার্কিংয়ে গড়ে ওঠা দুই রেস্তোরাঁ উচ্ছেদ

রাজধানীর মিরপুরে গাড়ি পার্কিংয়ের স্থানে গড়ে ওঠা দুটি রেস্তোরাঁ উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 01:55 PM
Updated : 16 Oct 2017, 01:55 PM

সোমাবারের ওই অভিযানে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পাশে ‘মুসলিম রেস্টুরেন্ট’ ও জিনলিয়া রেস্টুরেন্ট ছাড়াও আশপাশের আরও ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান ও জোন-৩ এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্ব ১০ ও ১৪ নম্বর সেক্টরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রাজউক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর সেকশন-১০ এর ১ নম্বর রোডের ১২ নম্বর হোল্ডিংয়ের মুসলিম রেস্টুরেন্ট এবং ৪ নম্বর রোডের ২ নম্বর হোল্ডিংয়ের জিনলিয়া রেস্টুরেন্ট সংশ্লিষ্ট ভবনের পার্কিংয়ের স্থানে রয়েছে। পার্কিংয়ে দোকান নির্মাণের বিষয়ে রাজউকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সতর্ক করা হয়েছে।

পূর্ব ঘোষণার অংশ হিসেবে এই দুটি রেস্তোরাঁসহ আরও ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানান রাজউকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আতিকুর রহমান। 

এছাড়া সেকশন-১৪ এর এম/২৪ নম্বর হোল্ডিংয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি সিলগালা করে দেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত।