প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিদেশি গণমাধ্যমে ‘মাদার অব হিউম্যানিটি’ নামে অভিহিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 12:04 PM
Updated : 16 Oct 2017, 12:09 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই শেখ হাসিনাকে তিনটি ইস্যুতে অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক খালিজ টাইমসে প্রধানমন্ত্রীকে স্টার অব দি ইস্ট নামে অভিহিত করা হয়েছে। চ্যানেল ফোর মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত করেছে। এছাড়া দি এশিয়ান এইজ প্রধানমন্ত্রীকে রাউল ওয়ারেন বার্গের সাথে তুলনা করেছে।

“রাউল ওয়ারেন বার্গ হলেন যিনি হিটলারের হাত থেকে এক লাখ ইহুদিকে বাঁচিয়েছিলেন, যার জন্য তাকে স্মরণ করা হয়।”

“এই তিনটি ইস্যুতে মন্ত্রিসভা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেছে,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।