মাণ্ডা খালে পড়ে যাওয়া শিশুটির খোঁজ মেলেনি

রাজধানীর মুগদায় মাণ্ডা খালে প্রায় ২৪ ঘণ্টা আগে পড়ে যাওয়া শিশু হৃদয়ের (৩) খোঁজ মেলেনি এখনো।

জেষ্ঠ্য প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 10:13 AM
Updated : 16 Oct 2017, 12:06 PM

হৃদয়কে উদ্ধারে সোমবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। 

দুপুর সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১টার সময় উদ্ধার কাজ বন্ধ হয়েছিল। সকাল সাড়ে ৬টা আবার শুরু হয়েছে। এখনো শিশুটিকে পাওয়া যায়নি।”

ডুবুরিসহ ২০ জন ফায়ার সার্ভিস কর্মী সেখানে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “খালের স্রোত, বাঁশ, ময়লার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। তবে সব প্রতিকূলতা মোকাবেলা করে শিশুটিকে উদ্ধারে ফায়ারকর্মীরা কাজ করে যাচ্ছেন।”

রোববার বিকাল ৫টার দিকে মদিনাবাগে বাঁশের সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে যায় হৃদয়।

ওই খালের পাড়েই টংঘরে হৃদয়ের বাবা-মার বসবাস। শিশুটির বাবা একজন ভিক্ষুক বলে পুলিশের তথ্য।