জগন্নাথের প্রশ্নফাঁস তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির ‘এ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 06:19 PM
Updated : 15 Oct 2017, 06:21 PM

প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আককাসকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটির সদস্যরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান।

তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি এবংওই পরীক্ষাটি পুনরায় দাবিতে রোববার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সভাপতি রুহুল আমিন বলেন, “প্রশ্ন ফাঁসের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভাবেই এড়াতে পারেনা।  আপনারা অতি দ্রুত এ ইউনিটের পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার সময় নির্ধারণ করুন।”

ছাত্রফ্রন্টের সভাপতি মুজাহিদ অনিক বলেন, “ভর্তি পরিক্ষায় যদি প্রশ্ন ফাঁস না হয় তাহলে পাঁচজন ছাত্রকে কেন পুলিশে সোপর্দ করা হল?”

পরীক্ষা বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন বাম ছাত্র সংগঠনের নেতারা।