বিচারপতি সিনহাকে আক্রমণ করে ধর্মীয় উসকানি দেওয়া হচ্ছে: রানা দাশগুপ্ত

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ধর্ম পরিচয় নিয়ে সরকারের ভেতরে এবং ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন জোটের একটি অংশ ‘সাম্প্রদায়িক উসকানি’ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 05:47 PM
Updated : 12 Oct 2017, 05:47 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে গভীর দুঃখ ও উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, শুধু মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে টার্গেট করে সরকারি দল ও জোটের মহলবিশেষ থেকে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে শুধু একতরফা আক্রমণাত্মক, বিদ্রুপাত্মক বক্তব্যই উত্থাপন করা হয়নি, তার জন্ম পরিচয়, ধর্ম, সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ইত্যাদি পরিচয়ে এমনকি রাজাকারের মিথ্যা অভিধায় উল্লেখিত করে বিদ্বেষমূলক সাম্প্রদায়িক উস্কানিও অব্যাহতভাবে হচ্ছে।”

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর থেকে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছেন প্রধান বিচারপতি সিনহা।

প্রধান বিচারপতির চরিত্রে কালিমা লেপনসহ তাকে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার রানা দাশগুপ্ত বলেন, “প্রধান বিচারপতিকে কটাক্ষ করে যেসব বক্তব্য সরকার এবং সরকারী দল ও জোটের দায়িত্বশীল কোনো কোনো মন্ত্রী ও নেতাদের বক্তব্য থেকে বেরিয়ে এসেছে, তা আওয়ামী ওলামা লীগের বক্তব্যেরই প্রতিফলন।”

বাংলাদেশে পদোন্নতি ও উচ্চ পদে পদায়নে ‘ধর্মীয় পরিচয়’ মুখ্য বিষয় হিসেবে এখন কাজ করছে দাবি করে তিনি বলেন, একজন ‘জ্যেষ্ঠ সচিব’ সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে ‘অপতৎপরতা’ চালাচ্ছেন।

সম্মেলনে পরিষদের পরিষদের সভাপতি হিউবার্ট গোমেজের, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, সুব্রত দেবনাথ, জয়ন্ত সেন দীপু,  জেএম ভৌমিক, মিলন কান্তি দত্ত, পরিষদের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র নাথু বসু, আদিবাসী নেতা সঞ্জিব দ্রং, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।