প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান রাষ্ট্রপতির

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের প্রজাতি উদ্ভাবনে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 11:24 AM
Updated : 12 Oct 2017, 11:24 AM

বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তাদের এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. গোলাম শাহি আলম ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখনও দেশের অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কৃষিখাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই।

“জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিবেশের উল্লেখ করে রাষ্ট্রপতি প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের প্রজাতি উদ্ভাবনের আহ্বান জানান।

এর আগে উপাচার্য  গোলাম শাহি আলম বিশ্ববিদ্যালয়ের প্রথম বার্ষিক প্রতিবেদন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদের কাছে পেশ করেন। উপাচার্য রাষ্ট্রপতিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবেদনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।

এছাড়া বাংলাদেশের কৃষি ও পরিবেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বিশ্ববিদ্যালয় পরিচালানায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান বলেও জানান প্রেস সচিব।