এলইডি লাইটের ভেতর সোনার চাকতি, গ্রেপ্তার ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে একটি সোনার চাকতি ও চারটি সোনার চুড়ি জব্দের পর তাকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 08:14 AM
Updated : 12 Oct 2017, 08:14 AM

আটক মাহাবুবুল আলমের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার ভোরের দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বুধবার গভীর রাতে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মাহবুবুল আলম।

আগে থেকে সোনা চোরাচালানের খবর পেয়ে সতর্ক অবস্থায় ছিল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা দল। ভোরের দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে সোনা চোরাচালানের বিষয়ে আলম অস্বীকার করেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে তার সঙ্গে থাকা এলইডি লাইট ভেঙে ২৪৮ গ্রাম ওজনের সোনার চাকতিটি বের করা হয়।

এছাড়া তার প্যান্টের পকেট থেকে ৯৯ গ্রাম ওজনের চারটি সোনার চুড়ি উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার দাম প্রায় সাড়ে ১৭ লাখ টাকা বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।