অনলাইন মিডিয়া এখন বাস্তবতা: ইকবাল সোবহান

বাংলাদেশে অনলাইন সংবাদমাধ্যমের বিস্তৃতি ও এর কার্যকারিতা তুলে ধরে এ বিষয়ে আলাদা নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 08:30 PM
Updated : 7 Oct 2017, 08:38 PM

শনিবার বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বোমা) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “অনলাইন মিডিয়া এখন বাস্তবতা। উদার নীতির কারণে এটা সম্ভব হয়েছে। এখন প্রযুক্তির হাত ধরেই বাংলাদেশের সম্ভাবনা আমরা দেখছি।”

হলুদ সাংবাদিকতা ও মিথ্যাচার যেন সংবাদমাধ্যমকে গ্রাস করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

“সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নিরপেক্ষতা নয়, পক্ষ নিতে হবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জব্বার বক্তব্য দেন।

অনুষ্ঠানে আমাদের সময় ডটকম, এনটিভি অনলাইন ও ইংরেজি দৈনিক অবজারভারকে সম্মাননা দেওয়া হয়।