পাড়ার ছোট-বড় দ্বন্দ্বে কদমতলীতে যুবক খুন

এলাকার ছোট-বড় দ্বন্দ্বের জের ধরে রাজধানীর কদমতলীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 06:27 PM
Updated : 6 Oct 2017, 06:27 PM

নিহত রফিকুল ইসলাম শিপন (১৮) কদমতলীর পূর্ব মোহাম্মদবাগের বাসিন্দা আলী আহম্মেদের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট শিপন লেখাপড়া বাদ দিয়ে ঘুরেফিরে বেড়াতেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার বয়সে ছোট-বড় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার রাতে শিপন ও সজীবের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ‘সিনিয়র গ্রুপের’ সজীব সামান্য আহত হন।

“এর জের ধরে সজীব তার দলবল নিয়ে শুক্রবার বিকালে শিপনসহ তার গ্রুপের কয়েক জনের উপর ছুরি নিয়ে হামলা চালায়। শিপনের বুকে ছুরির মারাত্মক আঘাত লাগলে তিনি মারা যান।”

এ ঘটনায় শিপনের সাবেক সহপাঠী মুন্না নামে আরেক যুবক আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তা সাজু জানান।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নিহতের স্বজনেরা এসে আটকদের কারও বিরুদ্ধে হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকার অভিযোগ করলে তার বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বুকে ছুরির আঘাত নিয় সন্ধ্যায় শিপনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।