রোহিঙ্গাদের জন্য অনুদান দ্বিগুণ যুক্তরাজ্যের

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার শিকার রোহিঙ্গাদের সহায়তায় অনুদান দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 02:31 PM
Updated : 4 Oct 2017, 02:31 PM

বুধবার এক ঘোষণায় তারা বলেছে, মিয়ানমার থেকে পালানো মানুষের জন্য সহায়তা চেয়ে ডিজাজটারস ইমারজেন্সি কমিটি (ডিইসি) জরুরি আবেদন জানিয়েছে, এই সংকট মোকাবেলায় নেতৃত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে ব্রিটেন।

বিশ্বে বড় কোনো সংকট দেখা দিলে পরিস্থিতি মোকাবেলায় জরুরি সহায়তার আবেদন জানায় ডিইসি। এসব সময় দেশটির শীর্ষ ১৩টি দাতব্য সংস্থা অ্যাকশন এইড, এইজ ইন্টারন্যাশনাল, ব্রিটিশ রেড ক্রস, ক্যাফোড, কেয়ার ইন্টারন্যাশনাল, ক্রিশ্চিয়ান এইড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড, অক্সফাম, প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে, সেভ দ্য চিলড্রেন, টিয়ারফান্ড ও ওয়ার্ল্ড ভিশনকে এক জায়গায় এনে অর্থ সংগ্রহ করে তারা।

যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ অগাস্ট রাখাইনে সেনা অভিযানে রোহিঙ্গারা ঘর-বাড়ি ছেড়ে পালাতে শুরু করলে শরণার্থী ও তাদের আশ্রয়দাতাদের সহায়তার জন্য ৫৯ লাখ পাউন্ড দেওয়ার অঙ্গীকার করেছিলেন তারা।

এরপর বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামলে এরইমধ্যে আরও তিন কোটি পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে তারা।

“এবং আমরা আরও ত্রাণ বাংলাদেশে পাঠাচ্ছি।”

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে মঙ্গলবার থেকে নতুন করে ‘জীবন রক্ষাকারী’ ত্রাণ বিতরণ শুরুর কথা জানিয়েছে যুক্তরাজ্য।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে এ সপ্তাহে ১০ হাজার আশ্রয়ের উপকরণ, সাড়ে ১০ হাজার মাদুর ও ২০ হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছে তারা।