ভোটে সেনা মোতায়েন চায় বাংলাদেশ মুসলিম লীগ

নির্বাচনের তিন মাস আগে সংসদ বিলুপ্ত করে ভোটের একসপ্তাহ আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2017, 11:03 AM
Updated : 2 Oct 2017, 11:03 AM

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে ২৪ দফা প্রস্তাব তুলে ধরে দলটি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।

১৮ সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের। 

দলটির দাবির মধ্যে রয়েছে- ইসিতে নিবন্ধিত প্রত্যেকটি দলের একজন প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, কাস্টিং ভোটের পরিমাণ ৫০ শতাংশের কম হলে পুননির্বাচন, ইভিএম ব্যবহার না করা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, না ভোটের ব্যবস্থা না রাখা, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলের নিজ নিজ প্রতীকে নির্বাচন করা বাধ্যতামুলক করা, দলের সঙ্গে সংশ্লিষ্টদের নির্বাচনী দায়িত্ব না দেওয়া, রিটানিং কর্মকর্তাদের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা জজদের নিয়োগ দেওয়া।

সোমবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে বৈঠক রয়েছে।

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ২৪ অগাস্ট থেকে দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হয়েছে।

এর আগে ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেছে ইসি।

অক্টোবরের মধ্যে সবার সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে।