জিয়া ট্রাস্ট মামলায় মুন্নার বিরুদ্ধে পরোয়ানা

বিচারকের অনুমতি নিয়ে দেশের বাইরে গিয়ে ফিরে না আসায় জিয়া দাতব্য ট্রাস্ট মামলার আসামি বিএনপি নেতা হারিছ চৌধুরীর সাবেক একান্ত সচিব বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্নার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 10:48 AM
Updated : 28 Sept 2017, 10:48 AM

ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার মুন্নার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন।

জামিনে থাকা জিয়াউল ইসলাম মুন্না গত অগাস্টে বিদেশে যাওয়ার আবেদনে জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে যেতে চান। সে অনুযায়ী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাকে দেশের বাইরে থাকার অনুমতি দেন বিচারক।

কিন্তু সেই সময় পার হওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী নূরুজ্জামান তপন বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, আবার জামিন পেতে হলে মুন্নাকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে।

এদিকে জিয়া এতিমখানা  ট্রাস্ট দুর্নীতি মামলায় এদিন আসামিপক্ষে আইনজীবী টি এম আকবর মামলার প্রথম তদন্ত কর্তা নূর আহমেদকে জেরা করেন।

দুই মামলাতেই শুনানির পরবর্তী তারিখ রাখা হয়েছে আগামী ৫  অক্টেবার।

মামলা দুটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও চিকিৎসার জন্য গত ১৫ জুলাই থেকে লন্ডনে অবস্থান করছেন।  

তার পক্ষে বৃহস্পতিবার সময়ের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন বলে খালেদার অন্যতম আইনজীবী নূরুজ্জামান তপন জানান।

২০১১ সালের ৮ অগাস্ট দায়ের করা জিয়া দাতব্য  ট্রাস্ট মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা এবং ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর দায়ের করা জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।