ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ১৪ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 04:13 PM
Updated : 18 Sept 2017, 04:13 PM

ভর্তিযোগ্য বিবেচিত চার হাজার ১৬৮ জনের মধ্যে একহাজার ২৫০ জন ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তির সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আখতারুজ্জামান সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এবার ২৯ হাজার ৩১৩ আবেদন করলেও শুক্রবার পরীক্ষায় অংশ নেয় ২৮ হাজার ২৪৮ জন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>GA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

উত্তীর্ণরা ২৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( ‍admission.eis.du.ac.bd) গিয়ে ‘চয়েজ ফরম’ পূরণ করতে পারবেন।

আর কোটায় আবেদনকারীদের ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

আর কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ফি প্রদানের সাপেক্ষ ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।

এছাড়াও শনিবার ‘চ’ ইউনিটের এমসিকিউ অংশের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

উত্তীর্ণদের মধ্যে আগামী ২৩ সেপ্টেম্বরের ড্রয়িং পরীক্ষায় একহাজার ৫৫২ জন অংশ নেওয়া সুযোগ পাবে।

এই ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৪৭৮ জন ভর্তিচ্ছু আবেদন করলেও শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ১১ হাজার ৭৪ জন অংশ নেয়।