ঢাকায় ম্যানহোলে তরুণ নিখোঁজ

ঢাকার মিরপুরের চলন্তিকা মোড়ে ময়লা পরিষ্কার করতে ম্যানহোলে নেমে নিখোঁজ হয়েছেন এক তরুণ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 04:33 PM
Updated : 12 Sept 2017, 04:39 PM

মঙ্গলবার বিকালে ওই তরুণ নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল্লাহ আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলন্তিকা মোড়ের নীলগীতা রোডে একটি ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে সতের-আঠারো বছর বয়সী ওই তরুণ নিখোঁজ হয়।”

নিখোঁজ তরুণের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় বস্তিবাসীরাও তাকে চেনেন না।

ওই এলাকার একটি গার্মেন্টেসের কর্মচারীরা এই তরুণকে ম্যানহোলে ময়লা পরিষ্কার করতে নামিয়েছিল বলে জানান আরেফিন।

“কিছু ময়লা পরিষ্কার করার পর পানির স্রোত বেড়ে যায় এবং তার টানে সে আরও ভেতরে ঢুকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।”

খোঁজাখুঁজি চলছে জানিয়ে আরেফিন রাত ৯টার দিকে বলেন, “আজ কিছুক্ষণ খুঁজব। যদি না পাওয়া যায় আগামীকাল সিটি করপোরেশনকে ভেকু মেশিন দিয়ে কাজ করতে বলব। কারণ ড্রেনটা ময়লার কারণে খুব চিকন হয়ে গেছে, কাজ করা যাচ্ছে না।”