শিল্পী আবদুল জব্বারের মৃত্যু প্রধানমন্ত্রীর শোক

স্বাধীনতাযুদ্ধের কণ্ঠসৈনিক আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 06:36 AM
Updated : 30 August 2017, 06:36 AM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টা ১০ মিনিটে মারা যান গুণী শিল্পী আবদুল জব্বার। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন বলে এক শোক বার্তায় জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো ওই শোক বার্তায় শেখ হাসিনা বলেছেন, “একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিল্পীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া গান ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।”

পাঁচ দশকের বেশি সময় বাংলাদেশের গানের ভুবনে আলো ছড়ানো শিল্পী আবদুল জব্বারের দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। পাশাপাশি তিনি হৃদযন্ত্র ও প্রোস্ট্যাটের সমস্যায় ভুগছিলেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।