গুলশান থেকে ব্যবসায়ীকে অপহরণ

ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় অপহৃত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 05:30 PM
Updated : 27 August 2017, 07:05 PM

অনিরুদ্ধ কুমার রায় বেলারুশের ‘অনারারি কনসাল’ বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান-১ নম্বরে ইউনিয়ন ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।

ওই সময় অনিরুদ্ধের গাড়িচালক সেখানে ছিলেন জানিয়ে তার বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, অনিরুদ্ধ রায় নিজের গাড়িতে উঠার সময় দুজন লোক এসে তার সঙ্গে কথা বলেন।

“তাকে পাশে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেন।”

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍অনিরুদ্ধ কুমার রায় ওই ব্যাংকে ঋণের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। ব্যাংক থেকে বেরোনোর পরপরই তাকে অপহরণ করা হয়।

তার জন্য এখনো কেউ মুক্তিপণ দাবি করেনি জানিয়ে তিনি বলেন, ‍“খোঁজ নিয়ে জানা গেছে, অনিরুদ্ধের সাথে ব্যবসায়িক অংশীদারদের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব থেকে তাকে অপহরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

গুলশানের ১৪০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে থাকেন অনিরুদ্ধ কুমার রায়।