বঙ্গবন্ধুর খুনিদের গর্ত থেকে বের করে সাজা কার্যকর করা হবে: আইনমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2017 03:51 AM BdST Updated: 20 Aug 2017 03:51 AM BdST
-
আইনমন্ত্রী আনিসুল হক(ফাইল ছবি)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে এনে সাজা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রী আনিসুল হক।
রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরী এবং কানাডায় থাকা নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালাচ্ছে বলেও জানান আইন মন্ত্রী।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, খুনি নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছে। তিনি কানাডায় অবস্থানের জন্য সেখানকার আদালতে আবেদন করে হেরে গেছেন।
“এখন শুধু একটি গ্রাউন্ডে নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। সেটি হলো- তিনি কানাডায় আবেদন করেছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠালে ফাঁসি দেওয়া হবে। কানাডায় যেহেতু মৃত্যুদণ্ড নিষিদ্ধ, তাই কানাডা বাংলাদেশকে বলেছে- তাকে ফেরত দিলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।”
রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকার কথা জানিয়ে আনিসুল বলেন, তাকে ফেরত আনার জন্য আদালতে রিভিউ করা হয়েছে এবং আইনজীবীও নিয়োগ করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আনিসুল হক।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে নিহত হওয়ার পর দীর্ঘ একুশ বছরে কোন সরকারই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের জন্য কোন মামলা করেনি।
“বরং ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারের পথ বন্ধ করে রেখেছিল। শুধু তাই নয়, হত্যাকাণ্ডে জড়িতদের পৃষ্ঠপোষকতা করেছে। খুনিদের বিদেশি মিশনে চাকরি দিয়েছে। খুনের আলামত নষ্ট করেছে। ফলে খুনিরা বিদেশে শক্তভাবে শিকড় গেড়েছে এবং তাদের ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে।”
বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে যারা আইন তৈরি করেছিল দেশের জনগণ একদিন তাদের বিচার করে শাস্তি দেবে বলেও আশাবাদ প্রকাশ করেন আইনমন্ত্রী।
“কেবল আদালতেই সবকিছুর বিচার হয় না। কিছু কিছু বিচার সমাজেও করতে হয়। কারণ সমাজেরও কিছু দায়িত্ব আছে। বঙ্গবন্ধু হত্যার রহস্য উন্মোচনে আরও গবেষণা ও আলোচনা হওয়া উচিত।”
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন অভিযোগ করে আইনমন্ত্রী বলেন, জিয়া পরিবার জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কারণ তারা আইনের শাসনে বিশ্বাসী নয়।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান আলোচনা সভাটি সঞ্চালনা করেন।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ফজিলাতুন্নেছা বাপ্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের অধ্যাপক দেলোয়ার হোসাইন এবং দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এতে অংশ নেন।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিব সিদ্দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
-
কোভিডে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছি: পিএসসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম