বন্যার্তদের জন্য ব্র্যাকের ত্রাণ

সারাদেশে বন্যাদুর্গত মানুষদের জন্য ত্রাণ তৎপরতা শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 07:17 PM
Updated : 16 August 2017, 07:17 PM

বুধবার এক বিবৃতিতে ব্র্যাক জানিয়েছে, প্রতিটি উপজেলার জন্য ইতোমধ্যে ৫০ হাজার টাকা করে আপৎকালীন বরাদ্দ রাখা হয়েছে। সেই বরাদ্দ থেকে বন্যা উপদ্রুত ঠাকুরগাঁও জেলার ২২ হাজার ৫০০ জন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জের ৩ হাজার ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এছাড়া যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার রাস্তার পাশে ১০০ টয়লেট, ২৫টি টিউবওয়েল এবং তার পাশে নারীদের স্নানাগারও নির্মাণ করেছে সংস্থাটি।

নদীর উপকূলবর্তী স্থানের অসহায় নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরে যাওয়া, বিশুদ্ধ খাবার সরবরাহ ও সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “সরকারের সাথে সমন্বয় করে আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছি। দিনাজপুর, নওগাঁ, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, যশোর ও কুড়িগ্রামের ২০ হাজারের বেশি মানুষ ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচীর আওতায় এসেছেন।”

পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলে ব্র্যাক জানিয়েছে।