রোগী পরিচয়ে বাসায় উঠল দুজন, পরদিন একজন লাশ

রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে, যিনি আগের দিন এক সঙ্গীর সঙ্গে ওই বাসায় উঠেছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 04:54 PM
Updated : 15 August 2017, 04:54 PM

নিহত আলামিন ঢাকা কলেজের ছাত্র বলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে দুই হাত বাঁধা অবস্থায় ২৬ থেকে ২৭ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পরিদর্শক মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর ২ নম্বরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনে বড়বাগ এলাকার একটি ছয়তলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

দ্বিতীয় তলার একটি কক্ষে খাটের নিচে লাশ ছিল জানিয়ে তিনি বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো এবং দুই হাত পেছন দিকে একসঙ্গে বাঁধা ছিল।

বাড়ির তত্ত্বাবধায়কের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর বলেন, সোমবার বিকালে দুই যুবক নিজেদের মধ্যে একজনকে রোগী পরিচয় দিয়ে বাসাটিতে উঠে। হাসপাতালে সিট পাচ্ছেন না জানিয়ে তারা ৪০০ টাকায় একদিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন।

স্বল্প সময়ের জন্য ওই এলাকায় কিছু বাসা ভাড়া দেওয়া হয় জানিয়ে মিজানুর বলেন, “কিন্তু একদিন পরেও না যাওয়ায় বাড়ির তত্ত্বাবধায়ক দুপুরের পর দ্বিতীয় তলার ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি মারলে খাটের নিচে একজনের পা দেখতে পায়।”

পরে তিনি থানায় খবর দিলে বিকালে পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্ত করতে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।