জুরাইনে ডিবি কর্মকর্তা গুলিবিদ্ধ: ২৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন  

পুরান ঢাকার জুরাইনে অস্ত্র উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার গুলিবিদ্ধ হওয়ার মামলায় আগামী ২৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমার দিন ঠিক করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 06:58 PM
Updated : 14 August 2017, 06:58 PM

সোমবার এ মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী তা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমার দিন ঠিক করেন।

আদালতে কর্মরত পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

গত শনিবার রাতে পুরান ঢাকার জুরাইনে অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হন মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারি। একই ঘটনায় গুলিবিদ্ধ হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল এবং পথচারী মো. সেলিম মিয়া।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত

এ ঘটনায় ডিবির এসআই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রোববার বিকালে শ্যামপুর থানায় একটি মামলা করেন।

এজাহারে অস্ত্র ব্যবসায়ী রনি ওরফে পেট কাটা রনি এবং শান্ত ছাড়াও অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।