ঢাকায় শিশু ধর্ষণের মামলায় রংমিস্ত্রির যাবজ্জীবন

দুই বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় এক ব্যক্তির যাবজ্জীন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 10:03 AM
Updated : 13 August 2017, 10:03 AM

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেসমিন আরা বেগম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন পেশায় রংমিস্ত্রি।

যাবজ্জীবনের পাশাপাশি জালালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরো তিন মাস কারাভোগ করতে হবে বলে ট্রইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বারী জানিয়েছেন।

রায়ে বলা হয়, ২০১৫ সালের ৫ জুলাই শিশুটিকে ধর্ষণের পরদিন তার মা এই মামলা করেন।

মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ছয়জন এবং আসামিপক্ষে একজনের সাক্ষ্য নেওয়া হয়।