বায়তুল মোকাররম থেকে ১৬ কেজি সোনাসহ আটক ১

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে ১৬ কেজি ওজনের সোনার বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 05:18 PM
Updated : 12 August 2017, 05:51 PM

আটক রবিউল ইসলাম (২৪) কক্সবাজার সদর উপজেলার পূর্ব বোয়ালখালি গ্রামের নূরুল আলমের ছেলে।

শনিবার সন্ধ্যায় ১৬ কেজি ২৪০ গ্রাম ওজনের সোনাসহ তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “

শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন সংবাদ ছিল যে, বিপুল পরিমাণ স্বর্ণবার নিয়ে এক ব্যক্তি শনিবার বিকালে বায়তুল মোকাররম মার্কেটে আসবে।

“সে তথ্য মোতাবেক দুপুর থেকেই সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শুল্ক গোয়েন্দাদের একটি দল মার্কেটে অবস্থান করছিল। বিকালে মার্কেট প্রাঙ্গণের একটি দোকানে এই ব্যক্তি এসে উপস্থিত হলে ওই দোকানের কর্মচারীরা বাংলাদেশ জুয়েলার্স সমিতিকে (বাজুস) বিষয়টি অবহিত করে।

“পরে বাজুসের প্রতিনিধিসহ শুল্ক গোয়েন্দা দল বিকাল সাড়ে ৫টায় এই ব্যক্তিকে প্রথমে শনাক্ত ও পরে আটক করে।”

রবিউলের এই ছবি দিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর

রবিউল একটি চামড়ার ব্যাগে করে সোনার বারগুলো নিয়ে আসেন। প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ১৪০টি বারের মোট ওজন ১৬ কেজি২৪০ গ্রাম। আটক এইসোনার দাম প্রায় আট কোটি টাকা।

রবিউলকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মইনুল খান বলেন, গত রোজায় এই যুবক ফুটপাতে কাপড় বিক্রি করতেন। এ থেকে আয় কম হওয়ায় ওই ব্যবসা ছেড়ে দেন তিনি।

“কিছুদিন আগে পরিচয় হওয়া আকাশ নামে এক ব্যক্তি ১০ হাজার টাকার চুক্তিতে বায়তুল মোকাররম মার্কেটে যে কোনো স্বর্ণের দোকানে এটি পৌঁছে দিতে বলেন।”