রাজধানীতে ভারি বৃষ্টি

কয়েকদিন ধরে রোদ আর হঠাৎ হালকা বৃষ্টির ঝাপটার পর শুক্রবার রাজধানীতে ভারি বৃষ্টিপাত হয়েছে।

জেষ্ঠ্য প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 10:27 AM
Updated : 11 August 2017, 10:27 AM

এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে রাতেও ১১ মিলিমিটার বৃষ্টি হয় ঢাকায়। মৌসুমী বায়ু বেশ সক্রিয় থাকায় রাজধানীসহ দেশের সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।

“তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় অতিবর্ষণে ধসের শঙ্কা রয়েছে।”

বৃষ্টি হলেও রাজধানীর সড়কগুলোর বেশিরভাগেই পানি জমতে দেখা যায়নি। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় রাজধানীর সড়কে মানুষের চলাচলও ছিল কম।

তবে রাজধানীর মতিঝিল এলাকার সড়কে কিছুটা পানি জমে থাকতে দেখেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেন জানান।

তিনি বলেন, সকাল ১০টার দিকে বঙ্গভবনের সামনের সড়কে পানি জমে থাকায় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

“দয়াগঞ্জ থেকে প্রেস ক্লাব যাওয়ার সময় বঙ্গভবনের দক্ষিণ পাশের সড়কের কিছু অংশ এবং বঙ্গভবন ও গুলিস্তান পার্কের মাঝের সড়কে পানি দেখেছি। পানি থাকায় ইত্তেফাক মোড়, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে এসেছি।”