ঢাবি আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স চায় না শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে  শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 06:18 PM
Updated : 10 August 2017, 06:18 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স ভবনের সামনের (শহীদ মিনারের উল্টো দিকে) রাস্তায় এই কর্মসূচি পালিত হয়।

‘আইন পরিষদ’ ব্যানারে আইন বিভাগে বাণিজ্যিক নাইটকোর্স চালুর পাঁয়তারা বন্ধের দাবিতে এই মানববন্ধনে বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘সান্ধ্যকালীন কোর্স খোলার পাঁয়তারা বন্ধ কর’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমার অধিকার’, ‘বাণিজ্যিক নাইটকোর্স কোনোভাবেই খুলতে দেয়া হবে না’, ‘আইন বিভাগে নাইট কোর্স চলবে না’, ‘নাইটকোর্স চালুর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

স্নাতকোত্তরের শিক্ষার্থী রাইদা কাইয়ুম মানববন্ধনে বলেন, “অন্যান্য বিভাগের তুলনায় আইন বিভাগ এমনিতেই দেড় বছর পিছিয়ে আছে। শিক্ষকরা সময়মতো খাতা দেখতে  না পারায় ফল প্রকাশে দেরি হয়।

“এখনই শিক্ষকরা নিয়মিত ক্লাস-পরীক্ষা নিতে পারেন না, সেখানে নাইটকোর্স চালু হলে কীভাবে সম্ভব তা আমার বোধগম্য নয়।” 

তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আসাদ বলেন, “বিভাগটিতে ভর্তি হওয়ার পর থেকেই দেখছি নানা সংকট। তার মধ্যে প্রধানতম হল ফল প্রকাশে বিলম্ব। এখন নতুন করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলেও শিক্ষক কিন্তু বাড়ছে না। সে হিসেবে এ কোর্স চালু করলে এ সমস্যা আরও বাড়বে।”

আইন বিভাগে সন্ধ্যাকালীন কোর্স চালুর বিষয়ে জানতে চাইলে আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালুর সিদ্ধান্ত হয়েছে। এটা একাডেমিক কমিটিতে আলোচনা করা হবে। সেখানে শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন বিভাগে কোর্সটি চালু করা যাবে কি না।”

তিনি বলেন, “নিয়মিত ছাত্র-ছাত্রীরা বিভাগের প্রাণ। তাদের কোনো অভিযোগ, সমস্যা, অসুবিধা থাকলে বিভাগের চেয়ারম্যান বা আমার কাছ আসতে পারত। তবে বলব- নিয়মিত ছাত্র-ছাত্রীদের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা বন্ধ করা হবে, সেখানে নিজেও থাকব না।”