জাতীয় আলোকচিত্র উৎসব শুরু শনিবার

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চতুর্থ জাতীয় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে শনিবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 07:16 PM
Updated : 27 July 2017, 07:16 PM

তিন দিনের এই উৎসবের মূল আয়োজন হিসেবে থাকছে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

এই প্রদর্শনীতে বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া আলোকচিত্রীসহ ফ্রিল্যান্স ও পেশাদার আলোকচিত্রীদের তোলা ১১১টি একক আলোকচিত্র প্রদর্শিত হবে। এর বাইরে স্থান পাবে তিনটি ফটো স্টোরি।

শনিবার সকাল ১০টায় টিএসসি থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হবে উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের র‌্যালিতে উপস্থিত থাকার কথা।

ওই দিন বিকাল ৪টায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদ্দুজ্জামান নূর।

সোমবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে আলোকচিত্রী নাসির আলী মামুনকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হবে।