ঢাবিতে পি জে হার্টগের প্রতিকৃতি স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার পি জে হার্টগের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 08:53 PM
Updated : 23 July 2017, 06:17 AM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই প্রতিকৃতি উদ্বোধন করেন। এই প্রতিকৃতির ভাস্কর অধ্যাপক আব্দুল আজিজ।

স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের সামনের দেয়ালে তার প্রতিকৃতি স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে স্যার পি জে হার্টগের তাৎপর্যপূর্ণ অবদান ছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে অল্প সময় ছিলেন, কিন্তু অবদান ছিল অনেক বেশি। আমাদের অবশ্যই তার অবদানকে স্মরণ করা উচিত।”

তিনি বলেন, “এই প্রতিকৃতি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। স্যার পি জে হার্টগ আমাদের মাঝে স্মরণীয় থাকবেন।”

স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফুর রহমানসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।