উচ্চশিক্ষার গুণগত মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষার্থীরা যাতে বিশ্ব প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেজন উচ্চশিক্ষার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 01:24 PM
Updated : 17 July 2017, 01:24 PM

সোমবার বাংলাদেশ ইউনির্ভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. সালাহউদ্দন মিয়াজি বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ বিইউপিকে গুণগত শিক্ষার ক্ষেত্রে এমন দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান যাতে অন্য বিশ্ববিদ্যালয়গুলো তা অনুসরণ করতে পারে।

প্রেস সচিব আরও জানান, বিইউপি উপাচার্য সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান এবং তার প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ সার্বিক কার্যক্রম অবহিত করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক নিয়ে গবেষণার জন্য বিইউপি ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করবে জানান বিইউপি উপাচার্য ।

উপাচার্য এসময় বিইউপি পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান বলেও জানান প্রেস সচিব জয়নাল আবেদীন।