গুলশান হামলা: অষ্টমবারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 11:20 AM
Updated : 16 July 2017, 11:20 AM

জঙ্গি হামলা ও অভিযানের পর লণ্ডভণ্ড হলি আর্টিজান বেকারি

তদন্ত কর্মকর্তার সময়ের আবেদন মঞ্জুর করে রোববার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন প্রতিবেদন দেওয়ার নতুন তারিখ রাখেন।

আগামী ২৭ অগাস্ট নতুন দিন ঠিক করা হয়েছে বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, “১৬ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিলের জন্য সময় চাইলে মহানগর হাকিম এই আদেশ দেন।”

এ নিয়ে অষ্টমবারের মত পেছাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে কূটনীতিক পাড়া হিসেবে পরিচিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়।

ওই রাতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার মধ্যে জঙ্গিদের ঠেকাতে গিয়ে তাদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।