ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

পুরান ঢাকার ইসলামবাগে বৃষ্টির মধ্যে ঘরের চালে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের কারণে তড়িতায়িত হয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 06:49 AM
Updated : 19 June 2017, 10:47 AM

এরা হলেন- আমেনা বেগম (৫৫), তার পুত্রবধূ শিরিন আক্তার (৩০) ও শিরিনের শিশু সন্তান আফরিন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

সকাল থেকে রাজধানীতে ভারি বর্ষণ হচ্ছে, তার মধ্যেই নিজেদের ঘরে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

চকবাজার থানার পরিদর্শক (অপারেশন্স) মো. হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে টিনশেড ঘরটির উপর পড়ে।

পশ্চিম ইসলামবাগের দোতলা টিনশেড ঘরটি তাদের নিজস্ব সম্পত্তি বলে জানান নিহত শিরিনের স্বামী চা বিক্রেতা মো. বাচ্চু।

তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, “সকালে বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ হয়। পুরো ঘর কারেন্ট হয়ে গেলে সবাই সিঁড়ি নিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।”

ঘরে তখন বাচ্চু, তার মা আমেনা, স্ত্রী শিরিন, দুই কন্যা সন্তান কুলসুম ও আফরিন ছিলেন। বাচ্চু ও তার ছোট মেয়ে কুসসুমও আহত হন।

মো. জহির নামে প্রত্যক্ষদর্শী একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুতের তার ছিড়ে দোতলার টিনের উপর পড়ার সঙ্গে সঙ্গে নিচতলার দোকান থেকে কয়েকজন লাফিয়ে রাস্তায় নেমে যায়। তা নাহলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।”