তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করতে তথ্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 04:42 PM
Updated : 18 June 2017, 04:42 PM

রোববার কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাদের বার্ষিক প্রতিবেদন দিতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন,  তথ্য কমিশনকে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করে জনগণ যাতে সহজে তথ্য পেতে পারে সেজন্য প্রক্রিয়া সহজতর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।

“সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ভূমিকা রাখতে পারে উল্লেখ করে রাষ্ট্রপতি এ বিসয়ে সচেতনা গড়ে তৃণমূল পর্যায়ে তুলতে ব্যাপক প্রচার কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান।”

সাক্ষাতের প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

২০১৬ সালে কমিশন তার আগের বছরের চেয়ে বেশি আবেদন পেয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।

প্রধান তথ্য কমিশনার এসময় কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা আশা করেন বলেও জানান প্রেস সচিব।