ঝুঁকিপূর্ণ বসতি সরাতে রাঙামাটিতে মাইকিং

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে থাকা লোকজনদের সরাতে মাইকিং শুরু করেছে রাঙামাটি হওয়ায় জেলা প্রশাসন।

মিন্টু চৌধুরী রাঙামাটি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 06:53 AM
Updated : 18 June 2017, 06:53 AM

রোববার সকাল থেকে রাঙামাটিতে টানা ভারি বর্ষণ শুরু হওয়া সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত জানিয়েছেন।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে আবার কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে।

রাঙামাটিতে গত মঙ্গলবার পাহাড় ধসে ১১৩ জনে মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই সদর উপজেলায়।