পাহাড় ধসে প্রাণহানি: রাষ্ট্রপতির শোক

টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2017, 09:37 AM
Updated : 13 June 2017, 12:37 PM

এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সেই সঙ্গে উদ্ধার কাজের সময় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনাতেও গভীর শোক প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

উদ্ধার কাজ দ্রুত শেষ এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণের পর পাহাড় ধসে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায়।

বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিখোঁজ থাকারও খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ পুলিশ বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।