বিজ্ঞান গবেষণায় ২০০ কোটি টাকা

বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষার প্রসারে গবেষণা জোরদারের পদক্ষেপ থাকছে এবারের বাজেটে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 04:14 PM
Updated : 1 June 2017, 04:14 PM

বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণাকে আমরা অব্যাহতভাবে উৎসাহ দিতে চাই। এ জন্য বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের মাধ্যমে ফেলোশিপ প্রদান অব্যাহত রাখব।”

নতুন অর্থবছরে গবেষণাখাতে ২০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “বাজেট প্রণয়নকালে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনকালে প্রায়োগিক গবেষণার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিভাত হয়েছে। তাই গবেষণাকে জোরদার করতে এই বাজেটে শুধু গবেষণার সুযোগ ও ক্ষেত্র বর্ধনে দুইশত কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি।”

এর মাধ্যমে বিশেষায়িত যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক ও একাডেমিশিয়ান তৈরি হবে বলে আশা করেন অর্থমন্ত্রী।