গুলশান হামলা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2017, 01:42 PM
Updated : 31 May 2017, 03:37 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন বুধবার শুনানি করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ জুলাই নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে কূটনীতিক পাড়া হিসেবে পরিচিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়।

ওই রাতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার মধ্যে জঙ্গিদের ঠেকাতে গিয়ে তাদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।

এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় থাকলেও এদিন পুলিশ প্রতিবেদন দিতে না পারায় সময় বাড়ানো হল।

মামলাটিতে এর আগেও কয়েক দফা তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়।