দুই পোশাক কর্মীকে অপহরণ: নাটকীয় উদ্ধার

অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে আসা এক পোশাককর্মীর দেওয়া তথ্যে অভিযান চালিয়ে তার সহকর্মীকে উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 03:45 PM
Updated : 19 May 2017, 04:13 PM

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহম্মেদ জানান, এই অভিযানে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ পাঁচ ‘অপহরণকারীকে’ আটক করেছেন তারা।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পারটেক্স ডেনিম লিমিটেডের কর্মী মিরাজুল ইসলাম (২৫) ও রাকিবুল ইসলামকে (১৯) গাজীপুর চৌরাস্তা থেকে অপহরণ করা হয়।পরে দুইজনের পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়।

মিরাজুলের বরাত দিয়ে মেজর ইশতিয়াক জানান, তাদের টেকনপাড়ার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় আটকে রাখা হয়।

“ভোরে মিরাজুল কৌশলে সেখান থেকে লাফ দিয়ে নিচে নেমে পালিয়ে যায়।পরে সেখানকার এক দোকান মালিকের মোবাইল ফোন থেকে ঘটনাটি র‌্যাবকে জানায়। এরপর র‌্যাব-১ এর একটি দল মিরাজকে সঙ্গে নিয়ে ওই ভবনে অভিযান চালিয়ে রাকিবুলকে উদ্ধার করে।”

এই অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়।

তারা হলেন- মো. রাব্বি হাসান নীলয় (২২), মো. রাকিব (২০), মো. শাকিল মোল্লা (২১), মো. সোহেল রানা (২০) ও মো. সোহাগ (২৩)।

অপহরণকারীদের কবল থেকে মুক্ত হওয়া দুইজনের মধ্যে মিরাজের বাড়ি নাটোর এবং রাকিবুলের বাড়ি রাজশাহী জেলায়।

তারা গাজীপুরের একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার কর্মী।