গাজীপুরের ৪ উপজেলা ঢাকা মাল্টি এক্সচেঞ্জে আসছে

গাজীপুর জেলার কালিয়াকৈর, কালিগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার টেলিফোন নম্বর পরিবর্তন করে ঢাকা মান্টি এক্সচেঞ্জের আওতায় আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 11:25 AM
Updated : 19 May 2017, 11:25 AM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর ফলে ঢাকার বাইরের গ্রাহকদের কালিয়াকৈর, কালিগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার টেলিফোন নম্বরে কল করার সময় পুরাতন এনডব্লিউডি কোডের পরিবর্তে ঢাকার এনডব্লিউডি  কোড ‘০২’ ব্যবহার করতে হবে।

আর ঢাকার গ্রাহকরা কোনো কোড ছাড়াই এসব নম্বরে কল করতে পারবেন।

পুরাতন নম্বরের পরিবর্তে নতুন নম্বরের ধরন হবে এ রকম-

এক্সচেঞ্জের নাম

পুরনো কোড

পুরনো নম্বর

নতুন কোড

নতুন নম্বর এর ধরন

শ্রীপুর

০৬৮২৫

৫১XXX-৫২XXX

০২

৯২০-০০০০- ৯২০-০৯৯৯

কালিয়াকৈর

০৬৮২২

৫১XXX-৫২XXX

০২

৯২০-২০০০- ৯২০-৩৯৯৯

কালিগঞ্জ

০৬৮২৩

৫১XXX-৫২XXX

০২

৯২০-৬০০০- ৯২০-৭৯৯৯

কাপাসিয়া

০৬৮২৪

৫১XXX-৫২XXX

০২

৯২০-৮০০০- ৯২০-৯৯৯৯

বিটিসিএল জানিয়েছেন, এই পরিবর্তন কার্যক্রম শুরু হবে শুক্রবার রাতে। নম্বর বদলের সঙ্গে সঙ্গে টেলিফোন কর গ্রাহককে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে।

এছাড়া, পুরনো ও নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.com.bd এবং বিটিসিএল গাজীপুর কার্যালয়ের নোটিস বোর্ডে পাওয়া যাবে।

পরিবর্তিত নম্বর জানার জন্য জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে ১৬৪০২ নম্বরে অথবা অফিস সময়ে ৪৯২৬-১১৬৬ ও ৪৯২৬৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।