রিকশা আরোহী সরকার প্রধান

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ীতে রিকশায় চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 11:39 AM
Updated : 18 May 2017, 12:57 PM

বৃহস্পতিবার পিআইডির পাঠানো একটি ছবিতে সরকার প্রধানকে ইট বিছানো একটি রাস্তায় রিকশায় চড়তে দেখা যায়।

এর আগে গত ২৭ জানুয়ারি পৈত্রিক এলাকা গোপালগঞ্জে গিয়ে নাতি-নাতনিদের সঙ্গে রিকশা ভ‌্যানে চেপে প্রধানমন্ত্রীকে ভ্রমণ করা করতে দেখা যায়; ওই ভ্রমণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়াও ফেলে।

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শন শেষে সৌধ থেকে খানিকটা দূরে নিজেদের নতুন বাড়িতে ওই ভ্যানে করে গিয়েছিলেন শেখ হাসিনা। পরে তাকে ভ্যানে ঘোরানো চালক ইমাম শেখকে বিমান বাহিনীতে চাকরির ব্যবস্থাও করে দেন প্রধানমন্ত্রী।

এবার নেত্রকোনা পরিদর্শনে পিআইডির পাঠানো ওই ছবিতে প্রধানমন্ত্রীকে দুপুরের রোদে হুড ছাড়া রিকশায় চড়তে দেখা গেল।

আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে ফসলহানির পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা।

সেখান থেকে বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীকে প্রায় ৫০ গজ দূরের ডাকবাংলোয় নিয়ে যান স্থানীয় রিকশাচালক টিপু সুলতান।

এর আগে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার নেত্রকোনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে খালিয়াজুড়ী কলেজ মাঠে বক্তৃতাকালে সরকারের পক্ষ থেকে হাওরাঞ্চলের মানুষদের জন্য গৃহের ব্যবস্থা করাসহ সার্বিক উন্নয়ন করার কথা বলেন তিনি।

প্রত্যেক হাওরে একটি আবাসিক স্কুল প্রতিষ্ঠা করা হবে জানিয়ে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী হাওরাঞ্চলে মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়া ও বাজারজাত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনে খালিয়াজুড়ি ও বল্লভপুর এলাকায় ত্রাণ বিতরণও করেন সরকার প্রধান।