ইউসেপে ৯৫% জিপিএ-৫

এবারের এসএসসির ফলাফলেও ভালো করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা বেসরকারি সংগঠন ইউসেপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 04:21 PM
Updated : 4 May 2017, 04:21 PM

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে (ভোকেশনাল) ইউসেপের মোট পাসের হার ৯৯.৬৯ শতাংশ, যেখানে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৬৯ শতাংশ।

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে দেশব্যাপী প্রায় দুই হাজার ৯০টি বিদ্যালয়ের থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।

ইউসেপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিদ্যালয়ে ২০১৭ সালে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর হার ৯৫ দশমিক ৩০ শতাংশ।

এ বছর সর্বমোট ৩১৯ জন শিক্ষার্থী ইউসেপ থেকে এসএসসিতে অংশ নেয়, যার মধ্যে ৩১৮ জন পাস করেছে ও জিপিএ ৫ পেয়েছে ৩০৪ জন।

এ বছর ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল, ইউসেপ এ কে খান কালুরঘাট টেকনিক্যাল স্কুল, ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল এবং ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল শতভাগ পাস করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মিরপুর স্কুলে ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩ জন, কালুরঘাট স্কুলে ৬০ জনের মধ্যে ৫৮ জন, খুলনা স্কুলে ৫৯ শিক্ষার্থীর মধ্যে ৪৯ এবং সিলেট স্কুলে ৫৯ শিক্ষার্থীর মধ্যে ৫৮ ‘এ প্লাস’ পেয়েছে।

ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলে ৫৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে যার মধ্যে ৫৬ জন জিপিএ-৫ পেয়ে পাস করে। 

১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও তাদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে।

দেশের ১০টি জেলার ৪৪টি সাধারণ শিক্ষা ও ১০টি কারিগরী শিক্ষা বিদ্যালয়ের মাধ্যমে বছরে প্রায় ৪০ হাজার শিশুর বিনামূল্যে শিক্ষা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।