বিচ্ছিন্ন সব এলাকা হবে ডিজিটাল: প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2017 03:51 PM BdST Updated: 27 Apr 2017 04:00 PM BdST
দেশের বিচ্ছিন্ন সব এলাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো তৈরি করে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ প্রকল্পের উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
দেশের সব অঞ্চলে ডিজিটাল প্রযুক্তি সেবা প্রসারিত করতে আইসিটি বিভাগ ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্প বাস্তবায়নে আইসিটি বিভাগের সাথে যৌথভাবে কাজ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), কোরিয়া টেলিকম (কেটি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
এই প্রকল্প উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ডিজিটাল বাংলাদেশ আমরা প্রায় কার্যকর করে ফেলেছি। এখন এর আরও উন্নয়ন করতে হবে। … দেশের বিচ্ছিন্ন এলাকাগুলো ডিজিটাল করে দেওয়া হবে।”
কোরিয়া টেলিকমের গিগা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে মহেশখালীতে উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। এতে সেখানে ইন্টারনেটনির্ভর সেবার পরিধি বৃদ্ধি পাবে এবং অনলাইনে বিভিন্ন জনসেবা দেওয়া দ্বীপে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে।
শেখ হাসিনা বলেন, “এই দ্বীপে বসে এখন বিশ্বটা হাতের মুঠোয় চলে আসবে। … আমাদের এই অঞ্চলটা বিশাল সম্পদের ভাণ্ডার। কিন্তু, আমরা তা কাজে লাগাতে পারি নাই।”
চর ও হাওরসহ প্রত্যন্ত অঞ্চলের দ্রুত উন্নয়নের সরকারের লক্ষ্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে কোরিয়া থেকে ভিডিও কনফারেন্সে কোরিয়া টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান চ্যাং গিউ হোয়াং এবং মহেশখালী থেকে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশে আইওএমের মিশন প্রধান শরৎ চন্দ্র দাস বক্তব্য রাখেন।
এর আগে ডিজিটাল মহেশখালীর ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
মহেশখালীর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রশীদা বেগম এবং স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক সাজ্জাদ হোসেন চৌধুরীসহ চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল মহেশখালী প্রকল্প বাস্তবায়ন হলে ওই অঞ্চলের চিকিৎসা সেবা আরও সহজ হবে।
উদ্বোধনীর সময় বঙ্গভবনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মহেশখালীতে বাংলাদেশে আইওএম কর্মকর্তা পেপ্পি সিদ্দিক উপস্থিত ছিলেন।
-
হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
-
শিক্ষক উৎপলকে হত্যার ‘স্বীকারোক্তি’ জিতুর
-
অগাস্টের পর গুলশান-বনানীর পয়ঃবর্জ্য ড্রেনে নয়: মেয়র
-
বাল্যবিয়ে প্রতিরোধ: সিলভার লায়ন জিতেছে গ্রে
-
ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
-
নির্ভয়ে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান ইউনিসেফের
-
বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
-
ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত, শুরু সকাল ৭টায়
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- শাস্তি পেল বাংলাদেশ দল
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের