সাতক্ষীরার চারজনের যুদ্ধাপরাধের অভিযোগ আমলের আদেশ পেছাল

একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ সাতক্ষীরার চার আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আগামী ৯ মে আদেশ দেবে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 03:30 PM
Updated : 20 April 2017, 03:30 PM

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার আদেশের এই দিন রাখে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

পরে জেয়াদ আল মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন বিচারপতি না থাকায় ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ৯ মে ধার্য করেছে।”

মামলার অন্য আসামিরা হলেন-আব্দুল্লা-হেল-বাকী, খান রোকনুজ্জামান (৬৪) ও জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান।

খলিলনগর থানার বাসিন্দা খালেক মণ্ডলকে (৭২) তদন্তকালেই গ্রেপ্তার করা হয়। আর চলতি বছরের ১৭ মার্চ গ্রেপ্তার হওয়ার পর ১৯ মার্চ শর্তসাপেক্ষে জামিন পান আব্দুল্লা-হেল-বাকী (১০৩)। অন্য দুই আসামি পলাতক।

গত ৮ ফেব্রুয়ারি আব্দুল্লাহেল বাকীসহ চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

যাচাই-বাছাইয়ের পর প্রসিকিউশন ১৯ মার্চ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপন করে। অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের দিন ২০ এপ্রিল ওই দিনই ঠিক করে দেয়  ট্রাইব্যুনাল।

সে অনুযায়ী বৃহস্পতিবার মামলাটি কার্যতালিকায় এলে তিন বিচারপতির মধ্যে এক বিচারপতি না থাকায় অভিযোগ আমলে নেওয়ার আদেশের জন্য ৯ মে তারিখ নির্ধারণ করা হয়।  

আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।