নিখোঁজ নাগরিকের সন্ধান চায় ফরাসি দূতাবাস

বাংলাদেশে নিখোঁজ এক ফরাসি নাগরিকের সন্ধান চেয়েছে ঢাকায় ফরাসি দূতাবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 08:56 AM
Updated : 20 April 2017, 10:19 AM

২৯ বছর বয়সী আর্থার অ্যাঞ্জি জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে কোনো তথ্য থাকলে ০১৭১৩০৯০৪৫০ নম্বরে কল করতে অনুরোধ করেছে দূতাবাস।

গত ১১ জানুয়ারি শেষ বার তাকে ঢাকায় দেখা গেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, “তিনি সাধারণত হেঁটে বা অন্যের গাড়িতে করে ঘুরে বেড়াতেন।”

দূতাবাসের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন।

“এবিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। আমরা শুধু জানি, জানুয়ারির ১১ তারিখে শেষবার তাকে ঢাকায় দেখা গিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।”

 

এদিকে আর্থারের সন্ধান চেয়ে ফেইসবুকে Arthur Whereareyou নামে একটি পেইজ খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ/মিয়ানমার ও মালয়েশিয়া হয়ে এশিয়া ভ্রমণের সময় গত ২৭ জানুয়ারি নিখোঁজ হন আর্থার।