শওকত আলীকে দেখতে হাসপাতালে স্পিকার-ডেপুটি স্পিকার

অসুস্থ সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীকে হাসপাতালে দেখে এলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 04:11 PM
Updated : 19 April 2017, 04:11 PM

বুধবার বিকালে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত আলীকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) যান স্পিকার। ডেপুটি স্পিকার গিয়েছিলেন সকালে।

জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ এপ্রিল সিএমএইচে ভর্তি হন শওকত আলী। বর্তমানে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

শরীয়তপুর-২ আসনের সদস্য শওকত আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন।

তিনি ‘মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।